জয়পুরহাটে বিএনপির কালো পতাকা মিছিল

0

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের এক দফা দাবিতে জয়পুরহাটে কালো পতাকা মিছিল এবং সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার বিকালে মিছিলটি শহরের নতুনহাট এলাকা থেকে বের হয়ে জামালগঞ্জ-আক্কেলপুর সড়ক প্রদক্ষিণ শেষে পরে একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে, সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন সময় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  হান্নান চৌধুরী, আক্কেলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here