জয়পুরহাটে জেলা বিএনপির প্রয়াত আহ্বায়ক ও জিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সদর উপজেলার সোটাহার ধারকি আলিম মাদ্রাসা মাঠে জেলা বিএনপির উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হেনা কবির, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।