জয়পুরহাটে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

0
জয়পুরহাটে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

জয়পুরহাটের কালাই উপজেলায় দায়ের করা ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি রুবেল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং বগুড়া সদর থানা পুলিশের সহযোগিতায় বগুড়া শহরের মাটিডালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুবেল হোসেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের আফসার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

ওসি রফিকুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে ২০১৮ সালের ১ আগস্ট কালাই থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১১ নভেম্বর রুবেল হোসেনের অনুপস্থিতিতে দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে কালাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here