জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই মাদ্রাসা ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এই সিদ্ধান্ত দেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম জানান, পরীক্ষার দুজন ছাত্র অসদুপায় অবলম্বন করায় তাদের বহিষ্কার করা হয়েছে। সেই সাথে ওই কক্ষে দায়িত্ব পালনকারী দুজন শিক্ষককে অব্যহতি প্রদান করা হয়েছে। এ ঘটনায় দুইজন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি ও কেন্দ্র সচিবকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।