কমিউনিটি ভিত্তিক কৃষি উদ্যোক্তাদের অর্থ সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটে তরুণ স্মার্ট কৃষি উদ্যোক্তাদের সাথে মতবিনিময় ও উদ্বুদ্বকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পালি গ্রামে হালিমা চৌধুরীর বিদেশি ফলের নার্সারি চত্ত্বরে এ মতবিনিময় ও উদ্বুদ্বকরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, বাংলাদেশ দূতাবাস ব্যাংকক থাইল্যান্ড কাউন্সেলর (শ্রম) উপসচিব ফাহাদ পারভেজ বসুনীয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবেল উদ্দিন, তরুণ স্মার্ট কৃষি উদ্যোক্তা কাবির চৌধুরি, আশফিকুর রহমান, শিপলু প্রমুখ।