জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

0

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায়  মমেছা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে পাঁচবিবি  উপজেলার বাগজানা খায়ের মন্ডল পুকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধা পাঁচবিবি উপজেলার বাগজানা মাস্টারপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী। (ওসি) মোক্তার হোসেন জানান, মমেছা বেগম নামে ওই বৃদ্ধা  দীর্ঘদিন থেকে মানষিক সমস্যায় ভুগছিলেন। ভোরে তিনি  বাড়ী থেকে বের হয়ে পার্শ্ববতী রেল লাইনের দিকে ঘুরতে যান। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধা মারা যান। তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here