জয়পুরহাটে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নুসরাত জাহান রুমা (৩) নামে এক শিশু নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরের জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, শিশু নুসরাত জাহান তার মার সঙ্গে অটোরিকশা করে নানার বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল। পথে পুরানাপৈল বাইপাস মোড়ে দ্রুতগামী ট্রাক্টর ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশু নুসরাত জাহান নিহত হয়। ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়।