জয়পুরহাটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার দুপুরে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে থেকে জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপনের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি বের করা হয়।  

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়। এর আগে জেলা ছাত্রদলের  দলের আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান  উজ্জ্বল প্রধান, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পাপন,সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মুনিরুজ্জামান মুনির, সদস্য সচিব রিপন হোসেন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজা, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবি, শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান প্রমুখ। 

এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করে সংগঠনটি। এর মধ্যে ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, রক্তদান কর্মসূচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here