ফসল উৎপাদনে সুষম সার ব্যবহার এবং মাটির স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক জয়পুরহাটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কোমরগ্রাম এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর প্রমুখ। কৃষি কর্মকাণ্ডে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা কৃষকদের প্রাপ্য সেবা ও কৃষি উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরে ধরেন।