জয়পুরহাটে কিশাের গ্যাং “জানু গ্রুপ” এর লিডার সােহানসহ ৮ সদস্যকে আটক করেছে র্যাব। শহরের স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট র্যাব ক্যাম্প।
আটককৃতরা হলেন গ্রুপ লিডার সোহান (২৪) সাকিব খান রাতুল (২৩), আবদুল্লাহ মুমিন (২৩), জয়ন্ত কুমার (২১), আব্দুল হাই কাফি তামিম (২৩), পিযুষ কুমার মহন্ত আনন্দ (২৪), জয় মহন্ত (২২) ও পিপাস মোল্লা (২৩)। তাদের বাড়ি জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকায়।