জমে উঠেছে আদর-পূজার রসায়ন

0

ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। কামরুজ্জামান রোমান পরিচালিত এই ছবিটি দেশের সাতটি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।

ঈদে মুক্তি পাওয়া অন্যান্য ছবির মতো দর্শকের প্রশংসা কুড়াচ্ছে এই সিনেমাটিও। বিশেষ করে ‘লিপস্টিক’ ছবির গল্প, নির্মাণ ও আদর-পূজার রসায়নের প্রশংসা করছেন দর্শকরা।

চিত্রনায়ক আদর আজাদ বলেছেন, ছবির গল্পটাই এমন যে দর্শকদের হৃদয়ে তা নাড়া দেবেই। এছাড়া ফাইটগুলোও দূর্দান্ত হয়েছে। যেভাবে গল্পটা এগিয়েছে তাতে পুরোপুরি রোমান্টিক না, বলা যায় রোমান্টিক থ্রিলার। সিনেমাটি দর্শকরা উপভোগ্য করছেন বলে আমার বিশ্বাস।

সিনেমাটিতে আদর-পূজা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, বরদা মিঠুন, নাদের চৌধুরী, শিবলু মৃধা  প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here