শরীয়তপুরের ভেদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে। পরে ৯৯৯-এ ফোন পেয়ে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বৃদ্ধাকে নির্যাতনের ভিডিওচিত্র ভাইরাল হয়ে যায়। আহত আনোয়ারা বেগম উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের গাজীপুর এলাকার ছাদিম আলী সরদার কান্দি গ্রামের মেছের সরদারের স্ত্রী। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
আনোয়ারর মেয়ে তানিয়া আক্তার বলেন, পাট কাটতে যাওয়ায় আমার মাকে পানিতে চুবিয়ে বাড়িতে এনে খুঁটির সঙ্গে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। উদ্ধার করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেই। খবর পেয়ে সখিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মাকে উদ্ধার করেন এবং শরীয়তপুর সদর ভর্তি করান। এর আগেও অনেক বার আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমি এর বিচার চাই।
সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ারাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এঘ টনায় ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। ইতোমধ্যে দুইজন আসামিকে আমরা আটক করি। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।