নরসিংদী শিবপুরে ফসলি জমিতে অজ্ঞাতনামা (২০) যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলা দুলালপুর ইউনিয়েনের সাতপাইকা গ্রামে এই ঘটনাটি ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সাতপাইকা গ্রামের পিয়াল মিয়ার বাড়ির পাশে ধানক্ষেতের ভিতর এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। যুবকটি শরীর থেকে গলা বিচ্ছিন্ন অবস্থায় পড়েছিল। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।
শিবপুর মডেল থানা ওসি ফিরোজ তালুকদার বলেন, ধারণা করা হচ্ছে গতকাল রাতে দুর্বৃত্তরা যুবকটিকে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে গেছে। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। তদন্ত চলছে। সহসাই হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব ।