জন্মদিনে শাহরুখের হাতে নতুন ঘড়ি, উপহার দিলেন কে?

0
জন্মদিনে শাহরুখের হাতে নতুন ঘড়ি, উপহার দিলেন কে?

সদ্যই ৬০ বছর বয়সে পা দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। আর সেদিনই কিং সিনেমার টিজারে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। তাকে দেখে কে বলবে, যে তার ৬০ বছর হয়েছে! তবে সেদিন শুধুই টিজারে চমক দেখাননি শাহরুখ। বরং অনুরাগীরা লক্ষ্য করেছেন শাহরুখের বাম হাতের কব্জির ঝকমকে ঘড়িটাও! যা কিনা শাহরুখের কিং লুক আরও বেশি ঝকঝকে করে তুলেছিল।

সাজগোজের ব্যাপারে শাহরুখের স্টাইলিং মোটামুটি নির্দেশনা দেন তার স্ত্রী গৌরী খান। কোন পার্টিতে কী পরবেন, তাও ঠিক করে দেন গৌরী। শাহরুখকে জিজ্ঞাসা করলে, তার স্পষ্ট জবাব, গৌরীই জানেন, শাহরুখের পছন্দটা ঠিক কেমন। 

এবারের জন্মদিনে ভক্তদের সঙ্গে একটা স্পেশাল মুহূর্ত কাটান বাদশা খান। যেখানে তাকে দেখা গিয়েছিল ক্রিম রঙের জ্যাকেট, কালো রঙের শার্ট, জিনস প্যান্ট। মাথায় কালো রঙের বান্ডানা। তবে পোশাক ছাড়াও এবার নজর কাড়ল শাহরুখের কব্জির ঘড়ি। যার ডায়ালে রয়েছে নীলা পাথর এবং স্টিল। রোমান স্টাইলেই সেজে উঠেছে ঘড়ির ভেতরটা। রয়েছে একটি ক্রাউনও। ঘড়িটা যেন তৈরিই হয়েছে কিং খানের হাতে সেজে ওঠার জন্য।

কত দাম শাহরুখের এই হাতঘড়ির?

কারটিয়ের কোম্পানির সানটোস স্কেলেটন আরইএফ ঘড়িটি একেবারে নতুন এসেছে বাজারে। এই যন্ত্রপাতি উন্নতমানের হওয়ার সঙ্গে সঙ্গে গথিক লুককে স্পষ্ট করে তোলে। ৩৯.৮ মিলি মিটার ডায়ালের এই ঘড়িটির দাম ৩২.৬ লাখ টাকা। তবে এই ধরনের ঘড়ি শাহরুখের কাছে রয়েছে প্রচুর। তবে সূত্র বলছে, এক বিশেষ মানুষের কাছ থেকে এটি উপহার পেয়েছেন শাহরুখ। সেই কারণেই জন্মদিনে এটা পরেই ইভেন্টে এসেছিলেন বলিউড বাদশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here