জনগণ বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে : ইরানের প্রেসিডেন্ট

0

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানের জনগণ আবারও বিদেশি শত্রু রাষ্ট্রগুলোর ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।

রাইসি জোর দিয়ে বলেন, ইরানের শত্রুরা শুরা কাউন্সিল ও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল। উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি ছাড়াই নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর প্রচেষ্টা চালিয়েছে।

 প্রেসিডেন্ট রাইসি ইরানের জনগণকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি সকল রাজনৈতিক দল, নিরাপত্তা বাহিনী, নির্বাহী সংস্থা এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এবং নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে চব্বিশ ঘণ্টা কাজ করা প্রতিটি ব্যক্তির প্রচেষ্টার প্রশংসা করি।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে,  শুক্রবারের সংসদ নির্বাচনের পর ইরানে নির্বাচনী কর্মকর্তারা ভোট গণনা করছেন। বেসরকারি প্রতিবেদন অনুসারে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটিতে সর্বনিম্ন ভোট পড়েছে বলে ইঙ্গিত মিলেছে।

রাষ্ট্র-সংযুক্ত একটি পোলিং এজেন্সি সংসদীয় নির্বাচনে ৪১ শতাংশ ভোট পড়েছে বলে অনুমান করেছে। এই তথ্য সঠিক হলে, বিগত ১২টি নির্বাচনের মধ্যে চলতি নির্বাচনে সর্বনিম্ন ভোট পড়েছে। ২০২০ সাল কোভিড-১৯ মহামারির সময়  সংসদ নির্বাচনে ৪২.৫৭ শতাংশ ভোট পড়েছিল। যা ছিল ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সর্বনিম্ন ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here