সরকার যতোই চেষ্টা করুক জনগণ আর তাদের ফাঁদে পা দিবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার বিদেশীদের অনেক বুঝানোর চেষ্টা করেছে সেখানেও তারা ব্যর্থ হয়েছে।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির মিডিয়া সেল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, বুধবার (১৪ জুন) একজন সাংবাদিককে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ করায় হত্যা করা হয়েছে। কেবল গত ১৪ বছরেই ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার দেশের গণতন্ত্রই শুধু হত্যা করেনি, অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।