বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের দাবি নিয়ে মাঠে নেমেছি। আমরা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছি। আমাদের আন্দোলন হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন।
১০ দফা বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।