জওয়ান নির্মাতার বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ অভিনেত্রীর

0

শাহরুখ-জ্বরে কাঁপছে সিনেদুনিয়া। মুক্তির সময় থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে ‘জওয়ান’ ছবি। নির্মাতা অ্যাটলি কুমারের এই ছবি মুক্তির পর এখন পর্যন্ত বিশ্বজুড়ে আয় করেছে ৭৭৩ কোটি রুপি।

‘জওয়ান’ ছবির এরকম দারুণ সাফল্যের মধ্যে আলোচনায় আসলেন ছবিতে অভিনয় করা প্রিয়মণি। সিনেমায় শাহরুখ খানের প্রমীলা বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য লক্ষ্মী চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি নির্মাতার বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ এনেছেন এই অভিনেত্রী।

প্রিয়মণি বলেন, ‘জওয়ান’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করার কথা ছিল দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের। আর এই অভিনেতার অভিনয়ের কথা শুনে ব্যাপক উচ্ছ্বসিত হয়ে পড়েন প্রিয়মণি।

সে সময় অ্যাটলিকে অভিনেত্রী অনুরোধ করেছিলেন, কিছু দৃশ্যে তাকে যেন বিজয়ের সঙ্গে অভিনয়ের সুযোগ দেওয়া হয়। পরিচালক অ্যাটলিও মেনে নেন প্রিয়মণির আবদার। তবে শুটিংয়ের সময়ে সেই স্বপ্ন ভেঙে যায়! কারণ সিনেমাটিতে অভিনয়ের কথা থাকলেও কাজ করেননি বিজয়। এ সময় মজার ছলে প্রিয়মণি বলেন, অ্যাটলি আমার সঙ্গে প্রতারণা করেছেন।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ, নয়নতারা ও প্রিয়মণি ছাড়া আরও অভিনয় করেছেন, সানায়া মালহোত্রা, যোগী বাবু। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। সূত্র : জুম টিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here