এই মাসের ৭ তারিখ মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের সিনেমা জওয়ান। অনেকেরই ধারণা পাঠানের মতো জওয়ান রীতিমতো ঝড় তুলবে। তবে সেই ঝড় কতোটা তীব্র হবে কিংবা হবে কতোটা দীর্ঘস্থায়ী তা এখনো নিশ্চিত নয়। তবুও জওয়ানের সামনে অনেক সিনেমারই হল পাওয়া মুশকিল হবে।
আর সেকারণেই অনেকেই চাচ্ছেন যাতে জওয়ানের সাথে তাদের চলচ্চিত্র কোনোভাবে মুখোমুখি না হয়ে যায়।
ভারতীয় চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ আজ শনিবার টুইটারে (এক্সে) জানিয়েছেন, প্রভাসের ‘সালার’ নভেম্বরে আসবে। সালার ২৮ সেপ্টেম্বর আসছে না। এটা এখন অফিসিয়াল ঘোষণা।