জওয়ান ঝড়ে কেবল বলিউড নয় কাঁপছে বিশ্বের বিভিন্ন দেশ। উল্টেপাল্টে যাচ্ছে বক্স অফিসের হিসাব-নিকাশও। মুক্তির প্রথম ১১ দিনেই বিশ্বজুড়ে ৮০০ কোটি রুপির ঘর ছাড়িয়েছে জওয়ান।
শুধু দর্শকরা নয়, নাক উঁচু ফিল্ম সমালোচকরাও শাহরুখের এই ছবিকে সুপারহিট বলে ঘোষণা করে দিয়েছে। তবে এবার নতুন খবর, ‘জওয়ান’কে অস্কার দৌড়ে পাঠানোর চিন্তা করছেন ছবির পরিচালক অ্যাটলি
শাহরুখ খানের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। আছেন বিজয় সেথুপাতিও।