ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার তৈরি সাইবার ট্রাক স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। যার কারণে এতে নাকি কোনো ধরনের দাগ পড়বে না। যে কারণেই নেই রং করার প্রয়োজনও। বড়গলা করে সেকথাই জানিয়েছিলেন মাস্ক।
তবে এই গাড়ি কেনার দিন দুয়েক পরই বৃষ্টির পানি লেগে গাড়িটির বাইরের অংশে জং ধরেছে বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ করেছেন, উইল নামের এক ব্যবহারকারী।
উইলের দাবি, তার সাইবার ট্রাকটি মাত্র ৩৮১ মাইল চালানো হয়েছে। আর এর মাঝেই গাড়িরর বাইরের অংশে বেশ কিছু জায়গায় জংয়ের ছোট ছোট দাগ দেখা যাচ্ছে। তার মতে, বৃষ্টির পানির কারণেই সাইবার ট্রাকে জং ধরেছে। ফোরামে জং ধরার ছবিও পোস্ট করেছেন তিনি।
টেসলার মেরাত কেন্দ্রে গিয়েও হতাশ হয়েছেন ওই ব্যবহারকারী। কারণ সেখানকার কর্মীরাও এ মুহূর্তে দাগ বা জং মোছার বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি। উল্টো মাস খানে সময় চেয়েছে।
ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি টেসলা।
মডেল ও সংস্করণভেদে সাইবার ট্রাকের দাম ধরা হয়েছে ৬০ হাজার ৯৯০, ৭৯ হাজার ৯৯০ ও ৯৯ হাজার ৯৯০ মার্কিন ডলার।