চাঁদপুর মতলব উত্তর উপজেলার ফতেপুর (পূর্ব) ইউনিয়নে গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাই শুক্কুর আলী প্রধানের লাঠির আঘাতে বড় ভাই আলমগীর হোসেন প্রধানের (৫০) মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল দুপুরের দিকে লুধুয়া গ্রামে প্রধানিয়া বাড়ীতে ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আলমগীর প্রধান ইউনিয়নের আউলিয়া প্রধানিয়া বাড়ির নূর হোসেন প্রধানের বড় ছেলে।
জরুরি বিভাগের চিকিৎসক কৌশিক হাওলাদার জানান, সকাল এগারোটা দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার মাথায় প্রচন্ড আঘাতে নাক দিয়ে রক্ত ঝরছিল। মস্তিষ্কে রক্ত ক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা।
মতলব উত্তর থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।