ছেলে ও মেয়েদের সমান প্রাইজমানি দেওয়ার সিদ্ধান্ত আইসিসির

0

ছেলে ও মেয়েদের সমান প্রাইজমানি দেওয়ার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি

এখন থেকে আইসিসির সকল ইভেন্টে পুরুষ ও নারী দল কোনো নির্দিষ্ট ম্যাচ জিতলে সমান অর্থ পাবে, আর্থিক দিক থেকে কোনো বৈষম্য থাকছে না।

এদিকে ২০২২ সালে অনুষ্ঠিত ছেলেদের সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড পায় ১৬ লাখ ডলার, রানার্স আপ পাকিস্তান পায় ৮ লাখ ডলার। তবে এখন থেকে দুটি প্রাইজমানি সমান হবে।

এ প্রসঙ্গে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, ক্রিকেটের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে রইল। আমি খুশি পুরুষ এবং নারী দল এখন থেকে আইসিসি প্রতিযোগিতায় সমান টাকা পাবে বলে। ২০১৭ সাল থেকে আমরা মেয়েদের প্রতিযোগিতায় আগের থেকে বেশি পুরস্কারমূল্য চালু করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল এই পুরস্কারমূল্য সমান করার। এখন থেকে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সমান পুরস্কার মূল্য দেওয়া হবে।

এদিকে, টেস্টে স্লো ওভার-রেটের কারণে আগে ম্যাচ ফি’র সর্বোচ্চ শতভাগ জরিমানা করত আইসিসি। সেই নিয়মে কিছুটা শিথিলতা এনেছে আইসিসি। এখন থেকে টেস্টে স্লো ওভার-রেটের কারণে ওভার প্রতি ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হবে ক্রিকেটারদের। যা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত কাটা হবে। তবে ব্যাটিং দল যদি ৮০ ওভারের আগেই অলআউট হয়ে যায় তাহলে জরিমানা করা হবে না। আগামী ১৬ জুন অ্যাশেজের তৃতীয় টেস্ট থেকে প্রয়োগ করা হবে এই নিয়ম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here