কুতুবদিয়ায় লবণের মাঠ নিয়ে ছেলের ছুরিকাঘাতে জাকের হোছাইন নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাকখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকের হোছাইন ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৈত্রিক লবণ মাঠের জমি নিয়ে ওই এলাকার জাকের হোছাইনের সাথে পেচু মিয়ার ছেলে সরওয়ারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে জাকের হোছাইনের সাথে তার আপন ভাতিজা সরওয়ার হোছাইনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ভাই সরওয়ার হোছাইনকে ফাঁসাতে জাকের হোছাইনকে ছুরিকাঘাত করে তারই ছেলে বাদশা। এতে গুরুত্বর আহত হয় জাকের হোছাইন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সংবাদ পেয়ে কুতুবদিয়া থানা পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।