ছেলের সাফল্যে কী বললেন মামদানির মা মীরা নায়ার?

0
ছেলের সাফল্যে কী বললেন মামদানির মা মীরা নায়ার?

অবশেষে নিউইর্য়ক জয় করলেন মামদানি। মার্কিন রাজনীতিতে বামঘেঁষা ডেমোক্র্যাট বলে পরিচিত জোহরান মামদানি। আফ্রিকা মহাদেশের উগান্ডায় জন্ম হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ারের পুত্র মামদানি। তার পিতা উগান্ডার খ্যাতনামী লেখক মাহমুদ মামদানি। ছেলের সাফল্যে আবেগতাড়িত মা মীরা।

মাত্র ৩৪ বছর বয়সে নিউ ইর্য়কের মেয়র হলেন মামদানি। ভোটের প্রচারের সময় তিনি জীবন ধারণের খরচ কম করার আশ্বাস দিয়েছিলেন। এমনকি, দীর্ঘ দিন শহরে যাঁরা ভাড়াবাড়িতে রয়েছেন। তাদের ভাড়া মকুবের কথাও বলেছিলেন। মনে করা হচ্ছে, মীরা-পুত্রের সেই আশ্বাসেই ভরসা রেখেছেন নিউইয়র্কবাসী। ভোটের ফল প্রকাশ্যে আসার পর মামদানির ওয়েবসাইট থেকে লেখা হয়েছে, নিউ ইয়র্কে থাকার খরচ বড্ড বেশি। মামদানি এ বার খরচ কমিয়ে জীবনধারণকে অনেক সহজ করে তুলবেন।

সাধারণ মানুষকে সেই ভরসা বজায় রাখার উপদেশ দিলেন মা মীরা। পরিচালক বলেন, আমি আমার ছেলের সাহস ও বচনভঙ্গিমা দেখে অবাক হয়ে যাচ্ছি। ওর যেটা আমার ভাল লাগে তা হল, ও এই বিশ্বের বিভিন্নতাকে দ্ব্যর্থহীন ভাবে গ্রহণ করেছে। ও যে আশা দেখিয়েছে, তাতে আশাবাদী আমি। এই বিশ্বকে দেখার একটা দূরদৃষ্টি রয়েছে ওর মধ্যে। আর সেটা ক্ষমতার লোভ নয়। মানুষের সাম্য, ন্যায়বিচার ও খেটে খাওয়া মানুষের পক্ষে ও সবসময়ে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here