নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার বিকালে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীরা জানান, নরসিংদীল সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার একটি কলেজে ছেলের খোঁজখবর নিতে আসেন আমিনুল ইসলাম জজ মিয়া ও তার স্ত্রী আকলিমা বেগম । ছেলের সাথে দেখা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ওই দম্পত্তি। তারা মোটরসাইকেল নিয়ে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচেড়ে গিয়ে ছিটকে পড়েন। এসময় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে তাদের মরদেহ শনাক্ত করেন। কয়েক মাস আগে প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া মোটরসাইকেলটি কেনেন বলে জানান স্বজনরা।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের সাথে ধাক্কা খান তারা। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচেড়ে গিয়ে ছিটকে তারা ছিটকে পড়েন। এসময় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। আইনী ব্যাবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।