কিশোরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছেলে ও মেয়ের জামাইয়ের মারপিটে আব্দুল আউয়াল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় মারপিটে গুরুতর আহত হন আউয়াল। তিনি নগুয়া বটতলা এলাকার আবু সাঈদের ছেলে। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশা চালক।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে আব্দুল আউয়ালের মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।