ছেলের বিয়ের খবর শুনে যা বললেন হৃতিকের বাবা

0

গুঞ্জন চাউর হয়েছে- দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হৃতিক রোশন। প্রেমিকা সাবা আজাদের সঙ্গে নতুন অধ্যায় শুরুর কথা ভাবছেন তিনি। দিনক্ষণও প্রায় ঠিক হয়ে গেছে। চলতি বছরের নভেম্বরেই নাকি হৃতিকের বিয়ে। নিমেষে ছড়িয়ে পড়ে এই খবর। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতার বাবা পরিচালক রাকেশ রোশন।

তিনি বলেন, “হৃতিকের-সাবার যে বিয়ে, এমন কিছু আমি অন্তত জানি না।”

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বেশ কয়েকজন বলি নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে হৃতিকের। যার মধ্যে অন্যতম ছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু এই প্রসঙ্গে কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি হৃতিক। অনেকগুলো বছর একা থাকার পর হৃতিকের জীবনে বসন্ত এল সাবার সৌজন্যে। দিন কয়েক আগে থেকেই পাকাপাকিভাবে একসঙ্গে থাকতে শুরু করেন হৃতিক-সাবা। প্রিয়তমার জন্য বিলাসবহুল ফ্ল্যাট কেনেন অভিনেতা। তারপর থেকে হৃতিক-সাবার বিয়ের গুঞ্জন। তবে সেসব যে গোটাটাই রটনা জানালেন রাকেশ রোশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here