ছেলের বিধ্বংসী ব্যাটিং নন-স্ট্রাইকে দাঁড়িয়ে দেখলেন নবী

0
ছেলের বিধ্বংসী ব্যাটিং নন-স্ট্রাইকে দাঁড়িয়ে দেখলেন নবী

বিপিএলে আজ নোয়াখালী এক্সপ্রেসের মঞ্চে গড়ে উঠল এক অনবদ্য মুহূর্ত, যখন আফগান তারকা মোহাম্মদ নবী এবং তার ছেলে হাসান ইসাখিল একই দলের একাদশে খেললেন। ম্যাচ শুরুর আগে বাবা নবী নিজে ছেলেকে বিপিএলের অভিষেক ক্যাপ পরিয়ে দেন।

দু’জন একসঙ্গে মাঠে নামার অপেক্ষা বেশ কিছুদিন ধরে চলছিল। আজ রবিবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে সেই দিন এলো। ১৯ বছর বয়সী ওপেনিং ব্যাটসম্যান ইসাখিল বিপিএল অভিষেকে ঝড়ো ব্যাটিং উপহার দিলেন ৬০ বলে ৯২ রান। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ৬টি ছক্কা।

ম্যাচে চতুর্থ উইকেটে বাবা-ছেলে ৩০ বলে ৫৩ রানের জুটি গড়েন। এতে ইসাখিলের অবদান ১৭ বলে ৩৪ রান, নবির অবদান ১৩ বলে ১৭ রান। বাবা-ছেলের জুটির কারণে স্টেডিয়ামে উল্লাস ছড়িয়ে পড়ে। তবে অষ্টাদশ ওভারের শেষ বলে নবি আউট হলে স্বপ্নের সেঞ্চুরি পূর্ণ হয়নি। পরের ওভারের দ্বিতীয় বলেই বিদায় নেন ইসাখিলও।

নবী আফগান ক্রিকেটের কিংবদন্তি এবং নিয়মিত বিপিএলে খেলছেন নবমবার। তার ছেলে ইসাখিল আগে আফগান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলে নাম প্রকাশ করেছেন এবং ঘরোয়া ক্রিকেটে সাড়া জাগিয়েছেন। এবারই বিদেশি লিগে প্রথমবার খেললেন তিনি।

বিপিএলে নবী-ইসাখিলের এই বাবা-ছেলের জুটি আন্তর্জাতিক ক্রিকেটে বাবাপুত্র একত্রে খেলার নজিরকে মনে করিয়ে দিচ্ছে। আগে শিবনারাইন ও তেজনারাইন চান্দারপল, ডব্লিউ জি গ্রেস ও চার্লস গ্রেস, অ্যালেক ও মিকি স্টুয়ার্টসহ কয়েকজন কিংবদন্তি বাবাপুত্র এই কৃতিত্ব দেখিয়েছেন। সম্প্রতি নভেম্বরে ইন্দোনেশিয়ায় ৫০ বছর বয়সী বাবা সুহাইল সাত্তার ও ১৭ বছরের ছেলে ইয়াহিয়া সাত্তার একসঙ্গে আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here