গাজা যুদ্ধে নিজের ছেলে নিহত হওয়ার একদিন পর এবার ভাগিনাকে হারালেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ও ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক প্রধান গাদি আইজেনকোট।
গাজার খান ইউনিসে শুক্রবার মসজিদে অভিযান চালাতে গিয়ে নিহত হন তার ভাগিনা সার্জেন্ট মাওর কোহেন আইজেনকোট।
এর আগে বৃহস্পতিবার নিহত হন মন্ত্রীর ২৫ বছর বয়সী ছেলে গ্যাল মেইর আইজেনকোট। তিনি উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের কাছাকাছি একটি টানেলে বোমা বিস্ফোরণে নিহত হন।
আইডিএফ জানিয়েছে, ১৯ বছর বয়সী সার্জেন্ট মাওর কোহেন আইজেনকোট গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। শুক্রবার খান ইউনিসে মসজিদের অভিযান চালাতে গিয়ে আরেক সেনা সদস্য ২৫ বছর বয়সী সার্জেন্ট জোনাথন ডিন জুনিয়র হাইমের সঙ্গে বিস্ফোরণে নিহত হন তিনি।
এসময় আরও একজন কর্মকর্তা ও অপর দুই সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।
উল্লেখ্য, সার্জেন্ট মাওর কোহেন আইজেনকোট ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গাদি আইজেনকোটের বোন শ্যারন আইজেনকোটের ছেলে। সূত্র: টাইমস অব ইসরায়েল