ছেলের জন্মদিনের উপহার নিয়ে ঝগড়া, স্ত্রী ও শাশুড়িকে হত্যা করল স্বামী

0
ছেলের জন্মদিনের উপহার নিয়ে ঝগড়া, স্ত্রী ও শাশুড়িকে হত্যা করল স্বামী

দিল্লির রোহিনীতে ছেলের জন্মদিনের উপহার নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া গড়ালো হত্যাকাণ্ডে। অভিযোগ উঠেছে, স্ত্রী প্রিয়া সেহগাল (৩৪) ও শাশুড়ি কুসুম সিনহা (৬৩)–কে নৃশংসভাবে খুন করেছেন স্বামী যোগেশ সেহগাল।

পুলিশ জানায়, গতকাল শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে কেএনকে মার্গ থানায় ফোন করে কুসুমের ছেলে মেঘ সিনহা (৩০) জানান, রোহিনীর সেক্টর-১৭–এর ফ্ল্যাটে তাঁর মা ও বোনকে খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

মেঘ সিনহা জানান, ২৮ আগস্ট তাঁর মা কুসুম নাতি চিরাগের জন্মদিন উদ্‌যাপন করতে প্রিয়ার বাড়িতে গিয়েছিলেন। অনুষ্ঠানের সময় উপহার নিয়ে প্রিয়া ও স্বামী যোগেশের মধ্যে তীব্র ঝগড়া হয়। পরিস্থিতি শান্ত করতে কুসুম মেয়ের বাড়িতেই থেকে যান।

৩০ আগস্ট দুপুরে বারবার ফোন করেও মা বা বোনের সাড়া না পেয়ে মেঘ প্রিয়ার ফ্ল্যাটে যান। গিয়ে দেখেন বাইরে থেকে তালাবদ্ধ দরজায় রক্তের দাগ। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রক্তের স্রোতের মধ্যে পড়ে থাকতে দেখা যায় মা কুসুম ও বোন প্রিয়াকে। অভিযোগ করা হয়, যোগেশ তাঁদের হত্যা করে সন্তানদের নিয়ে পালিয়ে গেছেন।

প্রিয়ার ভাই হিমালয় পিটিআইকে বলেন, “মা ফোনে জানিয়েছিলেন বোন-দুলাভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। মিটমাট করে ফিরবেন বলেছিলেন। কিন্তু আর ফেরেননি। পরদিনও ফোন ধরেননি। যখন ফ্ল্যাটে পৌঁছাই, তখন রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখি।”

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে। কিন্তু স্ত্রী আর শাশুড়িকে এভাবে খুন করা অকল্পনীয়।”

পুলিশ ইতোমধ্যে যোগেশ সেহগালকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা কাপড় ও একটি কাঁচি উদ্ধার করা হয়েছে, যা হত্যার অস্ত্র বলে ধারণা করছে তারা। অপরাধ তদন্ত দল ও ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক দ্বন্দ্বই এ নৃশংস হত্যার মূল কারণ। সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here