ছেলের গায়ে হলুদের অনুষ্ঠানে মায়ের মৃত্যু, আনন্দের ঘরে নেমে এলো শোক

0
ছেলের গায়ে হলুদের অনুষ্ঠানে মায়ের মৃত্যু, আনন্দের ঘরে নেমে এলো শোক

সিরাজগঞ্জের তাড়াশে ছেলের বিয়ের আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে অসুস্থ হয়ে মায়ের মৃত্যু হয়েছে। এতে আনন্দঘন পারিবারিক অনুষ্ঠান মুহূর্তেই শোকের মাতমে পরিণত হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে তাড়াশ পৌর সদরের দক্ষিণপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম আলেয়া খাতুন (৫০)। তিনি ওই এলাকার বাসিন্দা ছোরহাব সরকারের স্ত্রী।

পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণপাড়া মহল্লার মো. ছোরহাব সরকারের ছেলে এনামুল হক (২৫)-এর সঙ্গে পার্শ্ববর্তী ভাদাস মহল্লার আব্দুল মান্নানের মেয়ে মুসলিমা খাতুন (২০)-এর বিয়ে শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিয়ের আয়োজনের অংশ হিসেবে বৃহস্পতিবার সারাদিন গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠান চলাকালেই রাতে হঠাৎ আলেয়া খাতুন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা মো. আব্দুল মাজেদ জানান, আলেয়া খাতুন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। সারাদিন খাবারে অনিয়মের কারণে তার ডায়াবেটিসের মাত্রা বিপজ্জনকভাবে কমে যায়, ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here