কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সবুজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের বাগালিয়ার চর এলাকায়। নিহত সবুজ মিয়া ঐ এলাকার মধুর বাপের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সবুজ মিয়ার সঙ্গে তারই চাচাতো ভাই গফুর মিয়া ও তার ভাতিজা হাকিম মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে মঙ্গলবার বিকালে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সবুজ মিয়াকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় সবুজ মিয়ার ছোট ভাই হারেছ মিয়া (৪০) গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।