কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে এনে মো. মুসা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মুসা (২৬) বরকরই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বরকরই ইউনিয়নের কাদুটি বাজারে মোবাইল ফোনের ব্যবসা পরিচালনা করেন একই ইউনিয়নের চাঁদসার গ্রামের ময়নাল হোসেন। সম্প্রতি ময়নাল বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই ঘটনায় মুসাকে সন্দেহ করেন ময়নাল।
রবিবার রাত সাড়ে ১২টার দিকে ময়নাল ও তোফাজ্জলসহ কয়েকজন ব্যক্তি মুসাকে তার বাড়ি থেকে ধরে নিয়ে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই মারা যান মুসা।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

