ছিনতাইকারী সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ, মেম্বার আটক

0

গাজীপুরে কালীগঞ্জের সীমান্ত এলাকায় ছিনতাইকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় শুক্রবার (১২ মে) এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত দুলাল মিয়া (৪৪) কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের পাড়ারটেক গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে। অপরদিকে, আটককৃত মাহবুব (৪০) একই ইউনিয়নের বর্তুল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে এবং ওই ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য। 

নিহতের বড় ছেলে আলামিন (২৫) বলেন, সোহেল মামার বাড়ি গিয়েছিলেন আমার বাবা। সেখানে ওই এলাকার মাহবুব মেম্বার উপস্থিত থেকে ও নেতৃত্ব দিয়ে আমার বাবার উপর হামলা চালায়। এসময় তারা পিটিয়ে ও কুপিয়ে আমার বাবাকে হত্যা করে। হামলাকারীরা আমার মামার বাড়িতেও ভাংচুর করে এবং মামা সোহেল ও মামাতো ভাই শান্তকেও হত্যার জন্য খোঁজ করে। ঘটনার সময় আমার বাবা শান্তর কক্ষে ঘুমিয়ে ছিল।

কালীগঞ্জ থানার ওসি ফায়েজুর রহমান বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে একাধিক আঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার (১২ মে) মাহবুব মেম্বারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here