দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কি টেস্ট অভিষেক হতে চলেছেন অভিমন্যু ঈশ্বরণের? হঠাৎই এমন সম্ভাবনা দেখা দিয়েছে। চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন এই ওপেনার।
গতবছর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দলে ছিলেন অভিমন্যু। কিন্তু অভিষেক হয়নি। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের সিনিয়র দলের পাশাপাশি রয়েছে ভারতের ‘এ’ দলও। সেই দলের সদস্য ঈশ্বরণ। ঋতুরাজের চোট তার জন্য সাপে বর।
ভারতে ফিরে দেশতীড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেবেন। সেখানেই রিহ্যাব করবেন। টি-২০ সিরিজ ড্র হওয়ার পর একদিনের সিরিজ ২-১ এ জেতে ভারত। বৃষ্টি বাগড়া না দিলে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডেতে শুরু হবে প্রথম টেস্ট।