ছাদ বাগানে শোভা পাচ্ছে ‌‘বাসরলতা’

0

রংপুর নগরীর একটি বাড়ির ছাদ বাগানে শোভা পাচ্ছে বাসরলতা নামের গাছ। এই গাছ কিছুটা মাধবিলতার মতো হলেও এর সৌন্দর্য যে কারো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। এই গাছ সচরাচর দেখা যায় না।

জানা গেছে, বাসরলতার ইংরেজি নাম মায়সুর ক্লক ভাইন বা শুধু ক্লক ভাইন। এটি দক্ষিণ ভারতের স্থানীয় গাছ। আমাদের দেশে খুব একটা দেখা যায় না এই লতানো গাছটি। বাসরলতা গাছ শক্ত, এটি সাধারণত ১০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এ গাছের ফুল পুরোপুরিভাবে খোলে না। পাতার বিন্যাস বিপ্রতীপ, লম্বাটে ও গভীর শিরাযুক্ত। পাতার দৈর্ঘ্য ১০ থেকে ১৫ সেন্টিমিটার হয়ে থাকে।

বুধবার সকালে রংপুর নগরীর সেনপাড়া এলাকায় প্রকৃতি বিষয়ক লেখক ও কবি রানা মাসুদের ছাদ বাগানে এই বাসরলতার গাছটি দেখা গেছে। তিনি বলেন, বছর তিনেক আগে এই গাছের চারাটি বগুড়া থেকে এনেছিলেন। লতানো এই গাছ সাধারণত সব জায়গায় দেখা যায় না। এই ফুল প্রকৃতিতে বাসর সাজায়।

বিড প্রতিদিন/এমআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here