ছাত্র সেজে খাবারে ওষুধ দিয়ে ল্যাপটপ ও মোবাইল চুরি

0

ছাত্র সেজে ছাত্রবাসে অবস্থান করে। পরে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে অজ্ঞান করে ছাত্রদের ল্যাপটপ ও মোবাইল ফোনসহ প্রয়োজনীয় সব নিয়ে পালিয়ে যায় এক যুবক। অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতার যুবকের নাম রিপন মৃধা (২৪)। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ।

বৃহস্পতিবার অভিযান চালিয়ে প্রতারক রিপন মৃধাকে শাসনগাছা কৃষি অফিস সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া ল্যাপটপ ও মোবাইল ফোন। তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here