ছাত্র আন্দোলনে আহতদের সেবায় বিদেশি চিকিৎসকদের কর অব্যাহতি

0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিদেশ থেকে আগত চিকিৎসকদের জন্য কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রতিষ্ঠানটি।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য বিদেশি চিকিৎসকদের জন্য কর অব্যাহতি দেয়া হয়েছে।

চিকিৎসকরা বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় ফি, বাংলাদেশে অবস্থানকালীন হোটেলে থাকা, খাবার ব্যয় ও বিমান ভাড়া বাবদ অর্থ পরিশোধের ক্ষেত্রে আরোপনীয় কর অব্যাহতি সুবিধা পাবেন। প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here