ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

0

স্কুলে আসা যাওয়ার জন্য ফরিদপুরে মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের গেরদা আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন ছাত্রীর মাঝে এ বাই সাইকেল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাই সাইকেল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি ও স্কুলের ম্যানেজিং কমিটির দাতা সদস্য এম নুরুল আলম। প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা থর্সডাল রহমান, মোঃ হোসেন আল রাসেদ, ফাউন্ডশনের ফিল্যান্স ও এ্যাডভাইজার ম্যানেজার কামাল আহমেদ, ফাউন্ডেশনের কো-অডিনেটর মাহফুজ আলম মিলন, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ মাকসুদ আলী বিদু, শাহজাহান মুন্সী। 

এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের কো-অডিনেটর মাহফুজ আলম মিলন জানান, ফাউন্ডেশনের প্রয়াত চেয়ারম্যান রুবী গজনবীর আকাঙ্খা অনুযায়ী এবং দূরবর্তী এলাকা থেকে স্কুলে যাতায়াতকারী, মেধাবী ছাত্রীদের সুবিধার কথা চিন্তা করে ২০১৮ সাল থেকে শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠান এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন বাই সাইকেল বিতরণের উদ্যোগ গ্রহণ করে। এবার নিয়ে ৭ম বারের মতো স্কুলের ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাই সাইকেল বিতরণ করা হলো। ইতোমধ্যেই স্কুলের দেড় শতাধিক ছাত্রীকে বাই সাইকেল প্রদান করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here