আওয়ামী লীগ সরকার দলীয়করণের মাধ্যমে এক কোটির ওপরে টিসিবি কার্ড দিয়েছিলো বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানান, ‘তথ্য-উপাত্তের মাধ্যমে বাদ দিয়ে এই সংখ্যা ৫৬ লাখে নামিয়ে আনা হয়েছে। নতুন করে আরও ছয় লাখ কার্ড বিতরণ করা হবে।’
বৃহস্পতিবার দিনাজপুরে জেলা প্রশাসন, সুধিজন ও টিসিবি ডিলারদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
এসময় চালের বাজার স্থিতিশীল রাখতে কয়েক লাখ টন চাল আমদানি করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ভারত থেকে ইতিমধ্যে চট্টগ্রামে ৫০ হাজার টন চাল এসেছে। চালের দাম এমনভাবে স্থিতিশীল রাখা হবে যাতে, কৃষক ক্ষতিগ্রস্ত না হয়; আবার ভোক্তাও দুর্ভোগে না পড়েন।’
রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করে তিনি বলেন, ‘এসময় খেজুর ও ছোলার দাম কমানো হবে। তাছাড়া বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে, পাশাপাশি মনিটরিং আরও বাড়ানো হবে।’