প্রায় ৬ মাস ধরে ইউক্রেনের খারকিভ শহরের এক পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে ছিলেন তিনি। মাঝে মধ্যে বেরিয়ে নিজের বাহিনীকে খোঁজারও চেষ্টা করতেন দলছুট ওই রুশ সেনা সদস্য। কিন্তু শেষরক্ষা হল না। ইউক্রেন সেনাবাহিনীর হাতে আটক হলেন তিনি।
ইউক্রেনে যুদ্ধ শুরুর প্রথম দিকে খারকিভের বেশ কিছু এলাকার দখল নিয়েছিল রুশ বাহিনী। তবে গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুগত বাহিনী ওই এলাকা পুনর্দখল করে। ইউক্রেন সেনার প্রত্যাঘাতে রাশিয়ান বাহিনী পিছু হটতে বাধ্য হলে ওই রুশ সেনা দলছুট হয়ে পড়েন। আশ্রয় নেন পরিত্যক্ত বাড়িটিতে।