১৩৭ বলে ১৭৯ রানের ইনিংস, উদ্বোধনী জুটিতে ৩৬৫ রানের বিশ্বরেকর্ড। সেই অবিশ্বাস্য পারফরম্যান্সের পর কেটে গেছে ছয় বছর। অবশেষে আবার ওয়ানডেতে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ওপেনার জন ক্যাম্পবেল।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। ২০১৯ সালের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তার শেষ ওয়ানডে ম্যাচে করেছিলেন সেই রেকর্ড গড়া ইনিংস। এরপর চোট, ফর্মহীনতা ও দলে জায়গার প্রতিযোগিতায় ছিটকে পড়েছিলেন তিনি।
৩২ বছর বয়সী ক্যাম্পবেল শেষ পর্যন্ত আবার ফিরলেন জাতীয় ওয়ানডে দলে। সম্প্রতি ভারতের বিপক্ষে দিল্লি টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে নিজের ফেরার বার্তা দিয়েছেন তিনি, ২৫ টেস্টের ক্যারিয়ারে এটি ছিল তার প্রথম শতক। ঘরোয়া ক্রিকেটেও ফর্মে ছিলেন তিনি; একদিনের টুর্নামেন্টে জ্যামাইকার হয়ে ২৭৭ রান করেছেন ১০২ স্ট্রাইক রেটে।
তার ফেরায় বাদ পড়েছেন ব্র্যান্ডন কিং। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন, গুডাকেশ মোটি ও পেসার র্যামন সিমন্ডস। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ- পেসার জোহান লেইন ও অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার। পেস বোলিং শক্তি বাড়াতে ফিরেছেন ম্যাথু ফোর্ড।
চোটের কারণে এখনো বাইরে আছেন তিন পেসার- আলজারি জোসেফ, শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী রবিবার ক্রাইস্টচার্চে, এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে নেপিয়ার ও হ্যামিল্টনে। এর আগে টি-টোয়েন্টি সিরিজে কিউইরা জিতেছিল ৩-১ ব্যবধানে।
ওয়েস্ট ইন্ডিজ দল: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, আকিম ওগিস, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, জোহান লেইন, খ্যারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

