ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত

0
ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কমিশন যে ছয়টি দলের সাথে মতবিনিময় করেছে সেসব দল হলো- লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার জাতির প্রতি দায়বদ্ধতা থেকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করতে নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করার আশা ব্যক্ত করেন। সেইসঙ্গে, তিনি তাদের উদ্দেশ্যে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলারও আহ্বান জানান।

উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি আসন্ন নির্বাচন যেন সার্বিকভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে বিষয়ে তাদের নিজ নিজ দলের মতামত তুলে ধরেন।

এ সময় বক্তারা নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত ও প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এছাড়া, নির্বাচনি আচরণবিধি ভঙ্গ রোধে কঠোর পদক্ষেপ নেওয়া, সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, নির্বাচনি ব্যয় কমানো, নির্বাচনকে অর্থ ও পেশি শক্তির প্রভাব থেকে মুক্ত রাখা ও ভোট জালিয়াতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান।

সংলাপের সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘প্রচার প্রচারণা বা নির্বাচনি আচরণবিধি নিয়ে বিভিন্ন অভিযোগ থাকবে, তবে কেউ যদি মনে করে যে ‘আমি (বিধি) মানবোই না’, তাহলে তো একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা কোনো সংঘর্ষ চাই না, আমরা কাউকে মোকাবিলা করতে চাই না। আমরা সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। এখানে আপনাদের (রাজনৈতিক দলগুলোর) একটা মুখ্য ভূমিকা থাকবে।’

পরিশেষে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে সিইসি বলেন, ‘একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে আমরা আপনাদের সাথে পেতে চাই। এবারের নির্বাচনটি অন্যান্য নির্বাচনের থেকে একেবারেই ভিন্ন, এক্ষেত্রে আপনাদের একান্ত সহযোগিতা আমাদের আরো বেশি প্রয়োজন।’

সংলাপে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার – ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.), তাহমিদা আহমেদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকার, সিনিয়র সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, আজ বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম এর সাথে মতবিনিময় করবে ইসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here