ছক্কা মেরে ১০ হাজারি ক্লাবে রোহিত

0

এশিয়া কাপের ফাইনালে উঠার লড়াইয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। সমীকরণের হিসেবে এই ম্যাচে যে দল জয়ী হবে, তারাই ফাইনালের দৌড়ে এগিয়ে যাবে। তাই ফাইনালে উঠার মিশনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

কলম্বোয় ব্যাট করতে নেমে নতুন মাইলফলক অর্জন করেছেন রোহিত শর্মা। ম্যাচে কসুন রাজিথার গুড লেংথ ডেলিভারিটি সোজা ব্যাটে হাওয়ায় তুলে দিলেন রোহিত শর্মা। যা আছড়ে পড়ল সীমানার বাইরে। অসাধারণ এই শটে ছক্কা হাঁকিয়েই ওয়ানডেতে ১০ হাজারি ক্লাবে নাম লেখালেন ভারতীয় অধিনায়ক।

দ্রুততম ১০ হাজার রানের রেকর্ডটি দখলে আছে রোহিতের সতীর্থ বিরাট কোহলির। এই ক্লাবে ঢুকতে ২০৫ ইনিংস খেলেন তিনি। অন্যদিকে রোহিতকে খেলতে হয়েছে ২৪১ ইনিংস। যা কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিং, জ্যাক ক্যালিসের থেকেও দ্রুততম।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here