ছক্কা মেরে আহত, পরে নিজেই সেবা করলেন হার্দিক

0
ছক্কা মেরে আহত, পরে নিজেই সেবা করলেন হার্দিক

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুক্রবার রাতটা যেন ছিল হার্দিক পান্ডিয়ার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ঝড় তোলেন এই ব্যাটার। দেশটির হয়ে দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক অর্ধশতক হাঁকানোর রেকর্ড গড়েন হার্দিক।

এদিন মাত্র ১৬ বলে ফিফটি করেছেন তিনি। শেষ পর্যন্ত ২৫ বলে অপরাজিত ছিলেন ৬৩ রানে। হার্দিকের ঝড়ো ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কা। এর মধ্যে একটি ছক্কা গিয়ে লেগেছে মাঠে দায়িত্ব পালনরত এক ক্যামেরাম্যানের গায়ে। ম্যাচ শেষে সেই ক্যামেরাম্যানের সেবাও নিজেই করেছেন হার্দিক।

ভারতের ইনিংসে ১৩তম ওভারের দ্বিতীয় বলে উইকেটে আসেন পান্ডিয়া। প্রথম বলেই লং অফ দিয়ে ছক্কা। বল গিয়ে সরাসরি লাগে ক্যামেরাম্যানের কাঁধে। অন্য প্রান্তে থাকা তিলক বর্মা ও হার্দিক নিজেও তখনই বিষয়টা খেয়াল করেন।

সেই ক্যামেরাম্যান ছিলেন ভারতীয় ডাগআউটের পাশেই। সঙ্গে সঙ্গে দলের একজন কোচিং স্টাফ গিয়ে তার আঘাত পাওয়া জায়গায় আইস প্যাক লাগান। ম্যাচ শেষে পান্ডিয়াও ছুটে যান সেই ক্যামেরাম্যানের কাছে। কথা বলেন, নিজ হাতে আইস প্যাক লাগিয়ে দেন। পরে তাকে জড়িয়েও ধরেন।

এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেখানে পান্ডিয়া বলেছেন, ‘আমার ১০ বছরের ক্যারিয়ারে তাকে সব সময় মাঠে দেখেছি। দেখা হলেই হাই বলি। তাই তার অবস্থা জানতে ছুটে গিয়েছিলাম। অন্য কোথাও লাগেনি, এতেই আমি খুশি।’

ভিডিওর শেষ দিকে চোট পাওয়া সেই ক্যামেরাম্যানও হাসি মুখে অভয় দিয়ে জানান, ‘সব ঠিক আছে।’

পান্ডিয়ার ঝোড়ো ইনিংসে ভারত আগে ব্যাট করে তোলে ৫ উইকেটে ২৩১ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা থামে ৮ উইকেটে ২০১ রান করে। ফলে ৫ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here