ছক্কার রেকর্ড ম্যাক্সওয়েলের

0

বর্তমান ক্রিকেটে অন্যতম মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। ৪ বল মোকাবিলায় ১ ছক্কায় ৬ রান করে আউট হন বেন সিয়ার্সের বলে। অবশ্য এই ছক্কায়ই তিনি গড়েন নতুন রেকর্ড। ভেঙে দিয়েছেন অ্যারোন ফিঞ্চের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ছিল ম্যাক্সওয়েলের ১২৬তম ছক্কা। আর এর মধ্য দিয়ে তিনি ফিঞ্চকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান হয়ে যান। এই সিরিজের আগে ১২৫ ছক্কা নিয়ে ফিঞ্চের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ম্যাক্সি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here