বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে এবার নতুন রেকর্ড গড়ে দিয়েছেন ব্যাটসম্যানরা। এই বছরে আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ প্রথমবারের মতো এক বছরে ২০০ বা তার বেশি ছক্কা করেছে। চলতি বছরের ছক্কা সংখ্যা ২০৬, আগের সর্বোচ্চ রেকর্ড ছিল ১২২ (২০২৪ সালে)।
চলতি বছর বাংলাদেশের হয়ে ১৮ জন ব্যাটসম্যান ছক্কা মেরেছেন। টপ অর্ডারে খেলানো চার ব্যাটসম্যান- তানজিদ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ও সাইফ হাসান মিলে ১২৭টি ছক্কা মেরেছেন।
ব্যক্তিগত অবদানের দিকে তাকালে, ওপেনার তানজিদ হাসান ৪১টি ছক্কা মেরে সবার উপরে আছেন। দ্বিতীয় সর্বোচ্চ অবদান দিয়েছে আরেক ওপেনার পারভেজ হোসেন, তিনি ৩৪টি ছক্কা মেরেছেন। সাইফ হাসান ১৫ ম্যাচে ২৯টি, লিটন দাস ২৩টি, এবং মিডল-অর্ডার ব্যাটসম্যান জাকের আলী ২৩ ইনিংসে ১৯টি ছক্কা করেছেন। এছাড়া তাওহিদ হৃদয় ১৪টি ছক্কা মেরেছেন।
চলতি বছরে বাংলাদেশ টি-টোয়েন্টিতে ৪২২৯ রান সংগ্রহ করেছে, এর ২৯ শতাংশ রান এসেছে ছক্কা থেকে। একই সঙ্গে তারা ২৯৮টি চারের রেকর্ডও গড়েছে।

