ছক্কার নতুন রেকর্ড গড়লেন অভিষেক

0
ছক্কার নতুন রেকর্ড গড়লেন অভিষেক

আন্তর্জাতিক ম্যাচ হোক কিংবা ঘরোয়া-অভিষেক শর্মার ব্যাট হাসতেই থাকে। ছক্কা মারাকে রীতিমতো ছেলেখেলা বানিয়ে ফেলেছেন এই টপঅর্ডার। এক সপ্তাহ আগে হায়দরাবাদে অনুষ্ঠিত বাংলার বিপক্ষে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

ওই ম্যাচে এক বছরে ১০০ টি-টোয়েন্টি ছয় মারার রেকর্ড গড়েন তিনি। যা কোনো ভারতীয় ব্যাটারের একমাত্র কীর্তি। সপ্তাহখানেকের ব্যবধানে ছয়ের আরও দুটি রেকর্ড গড়লেন এই তরুণ ক্রিকেটার।

গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচে ১১৮ রানের লক্ষ্যে নেমে ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক। তিনটি করে চার ও ছয় মারেন তিনি। টি-টোয়েন্টিতে ২৯৭ ছয় নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিলেন ভারতীয় ওপেনার। তারপর তিন ছক্কায় ঢুকে গেলেন ৩০০-এর মাইলফলকে। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম এই কীর্তি গড়ার রেকর্ড এখন ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের। ১৬৩ ইনিংসে এসেছে এই ৩০০ ছক্কা। টি-টোয়েন্টিতে ২০৫ ইনিংসে ৩০০ ছক্কা মেরে আগের রেকর্ড ছিল লোকেশ রাহুলের। 

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা রোহিত শর্মার। ৪৬৩ ইনিংসে ৫৪৭ ছক্কা মেরেছেন তিনি। ৪১৪ ইনিংসে ৪৩৫ ছক্কায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। সূর্যকুমার যাদব চারশ ছক্কা থেকে পাঁচটি দূরে, ৩৪৫ ইনিংস খেলেছেন তিনি। ৩০০ এর বেশি ছক্কা মারা অন্য ভারতীয়রা হলেন সাঞ্জু স্যামসন (৩৬৮), মহেন্দ্র সিং ধোনি (৩৫০), লোকেশ রাহুল (৩৩২), সুরেশ রায়না (৩২৫) ও হার্দিক পান্ডিয়া (৩০৮)। সবশেষ সংযোজন হলেন অভিষেক।

ধর্মশালায় আরেকটি নজির তৈরি করেছেন অভিষেক। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচে প্রথম বলে ছক্কা মেরেছেন তিনি। এদিন লুঙ্গি এনগিডির প্রথম বলে ছয় হাঁকান অভিষেক। এর আগে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে প্রথম বলে ছক্কা মেরেছিলেন তিনি।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথমবার প্রথম বলে ছক্কা মারার কীর্তি রোহিতের। এছাড়া যশস্বী জয়সওয়াল ও স্যামসনও প্রথম বলে ছক্কা মেরেছিলেন। তবে অভিষেকের মতো সর্বাধিক তিনবার এই কীর্তি আর কোনো ভারতীয় ব্যাটারের নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here