চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে মাঠের বাইরে দেম্বেলে

0
চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে মাঠের বাইরে দেম্বেলে

চ্যাম্পিয়ন্স লিগে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে পিএসজি। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এই ম্যাচে খেলতে পারবেন না দলের তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

বাংলাদেশ সময় বুধবার রাত ২টায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে প্যারিস ক্লাবটি। পিএসজি সোমবার প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, দেম্বেলে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাকে বিশ্রামে রাখা হয়েছে।

চলতি মৌসুমে কয়েক দফায় চোটের সমস্যায় পড়েছেন দেম্বেলে। সর্বশেষ পায়ের পেশির চোট কাটিয়ে গত মাসের শেষ দিকে মাঠে ফেরেন তিনি, তবে পূর্ণ ফিটনেসে সমস্যা ছিল। এবার আবারও অসুস্থ হওয়ায় মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।

চ্যাম্পিয়ন্স লিগের ৩৬ দলের লিগ পর্বে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পিএসজি এখন দ্বিতীয় স্থানে, আর বিলবাও ৪ পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here